শ্রমিক নেতা আবুল হাশেম বাদল এর মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

গোলাম রব্বানী।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য, রংপুর অঞ্চলের সহকারি পরিচালক ও স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবুল হাশেম বাদল এর সম্মানিত মাতা জনাবা  হাজেরা খাতুন-এর (৯৫) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।

উল্লেখ্য মরহুমা হাজেরা খাতুন আজ সকাল ৭.২০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তিনি ৪ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযা নামাজ আজ দুপুর ২.৩০ মিনিটে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গার গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগরীর প্রধান উপদেষ্টা এ টি এম আজম খান। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা ওবাইদুল্লাহ সালাফি, রংপুর জেলার উপদেষ্টা মওলানা এনামুল হক, অধ্যাপক নূর হোসেন, ফেডারেশনের রংপুর মহানগরী সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, কুড়িগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলম প্রমুখ।

মরহুমা হাজেরা খাতুন এর ইন্তিকালে আরও শোক প্রকাশ করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।

Exit mobile version