শ্রেণীকক্ষে অবৈধ দখলকারীদের উচ্ছেদের দাবিতে ইবির প্রধান ফটকে তালা

 

আবিদ হাসান ইমতিয়াজ, ইবি।।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র নজরুল কলা ভবনের বরাদ্দকৃত শ্রেণীকক্ষ নিয়ে ফের উত্তাল ক্যাম্পাস। ভবনটি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ সঠিক বণ্টনের দাবিতে শনিবার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা এ আন্দোলন করে। প্রশাসনের আশ্বাসের গড়িমসি হওয়ায় বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ১০মিনিট ক্যাম্পাসের বাস আটকে রাখেন তারা।

 

জানা যায়, শ্রেণীকক্ষ বণ্টনের সমস্যাটি নিয়ে অস্থীরতা চলছে দীর্ঘদিন। শনিবার সকালে ফের অনুষদ ভবনের তৃতীয় তলায় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শুরু হয় বিক্ষোভ। পরে আন্দোলনকারীরা বেলা ১২টার দিকে প্রশাসনিক ভবনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চমহলের কোনো সিদ্ধান্ত না আসলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

 

এর আগে দুপুর ২ টায় প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা ও প্রক্টররা তাদের দাবির বিষয়ে সমাধানে কথা বলেন। শিক্ষার্থীদের দাবি- রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ নিশ্চিত হবে।

 

আন্দোলনরত শিক্ষার্থী তাহিরা তাহমিম প্রাপ্তি বলেন, আমরা বিভাগের নামে শ্রেণিকক্ষ বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত ক্লাসরুম ব্যবহারের জন্য আমরা প্রসাশনের দারস্থ হয়েও কোনো সমাধান পাচ্ছিনা। আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু কোনো ফল পাইনি। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন যে রবিবার সকাল ১১ টায় বিস্তারিত আলোচনা করবেন। আমাদের ৫০ শতাংশ করে কক্ষ বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন তিনি।”

Exit mobile version