স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংগঠন দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ মেরী স্টেপ দীর্ঘদিন ধরে মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা ক্লিনিক হিসেবে সম্মাননা পেলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক।
১১ জুলাই বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে শ্রেষ্ঠ ক্লিনিক হিসেবে মেরী স্টেপ নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-ই-আলম মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক’কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-ই-আলম বিভিন্ন ক্যাটাগরির ১৭জনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
ক্যাপশনঃ
১১ জুলাই বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংগঠন দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ মেরী স্টেপ দীর্ঘদিন ধরে মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা ক্লিনিক হিসেবে সম্মাননা পেলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক।