রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও দোকানকর্মীদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষ চলছেই। দুপুরে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর বিকেলে আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের দোকানিদের সংঘর্ষ হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ফের সংঘর্ষ শুরু হয়। এরপর পরই নিউমার্কেট এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা পাওয়ার পর ওই এলাকায় দ্রুত গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিক ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুককে দায়ী করে ডা. দীপু মনি বলেন, সংঘর্ষের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানানভাবে উসকানি দিয়ে, বিভিন্ন রকম গুজব ছড়িয়ে পরিস্থিতিকে খারাপ করার একটা অপচেষ্টা চলছে।
এদিকে, ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত হল বন্ধ থাকবে বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এটিএম মঈনুল হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই সংঘর্ষ এখনো চলছে। থেমে থেমে হামলা হচ্ছে। কখনও ব্যবসায়ীরা হামলা করছেন, কখনও শিক্ষার্থীরা। এই সংঘাতে এখন পর্যন্ত শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।