সংবাদ প্রকাশের পর অভিযানঃ পাকেরহাটের সেই ইনফিনিটি ক্লিনিক সিলগালা ও জরিমানা

স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর আসে।

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ঝটিকা অভিযানে দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাটের অবৈধ সেই ইনফিনিটি ক্লিনিক ও কনসালটেশন সেন্টারকে সাময়িক সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সম্প্রতি ঐ অনিবন্ধিত ক্লিনিকে ভূল চিকিৎসা, কর্তব্যরত চিকিৎসক না থাকায় এক প্রসূতি মৃত্যু এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক পরিচালনা বিষয়ে বিভিন্ন জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপরে সংবাদটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচর আসে।

এরপরেই সোমবার (২৪ জানুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মিজানুর রহমান ও থানা পুলিশ সদস্যগণ।

এরপরে তারা পাকেরহাটের মমতাজ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সরেজমিন পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কাগজপত্র ঠিক করতে এক মাস সময় দেন

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, অভিযান পরিচালনা কালে ইনফিনিটি ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও রোগী মৃত্যুর ঘটনায় সাময়িক সিলগালা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, অবৈধ ও অনিবন্ধিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যেন রোগীরা সঠিক সেবা পায়।

Exit mobile version