সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার  লক্ষে কাজ করছে জামায়াত।—-অধ্যক্ষ নজরুল ইসলাম।

বায়েজীদ পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা সুরা সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু বলেছেন,সমাজে ন্যায় ইনসাফ না থাকার কারনে সকল ধর্ম বর্ণের মানুষ আজ অধিকার বঞ্চিত। শোষণ, জুলুম, নিপীড়ন নির্যাতনের নির্মম যাতাকলে পিষ্ট মানবতা। অসহায় বঞ্চিত অধিকার হারা মানুষের করুন আর্তনাদে আজ আকাশ বাতাশ ভারি হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুসলমান-হিন্দু-বদ্ধ-খৃষ্টান তথা সকল ধর্ম-বর্ণ শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপত্তা নিশ্চিত হয় এমন একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে।
পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে গতকাল সোমবার নির্বাচনী গন সংযোগের অংশ হিসেবে    পৌর শহরের  ৯ নং ওয়ার্ডের হিজলগাড়ী পালপাড়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পুজায় শুভেচ্ছা  বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,পৌর জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলাম মিলনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
Exit mobile version