জয়ের অভিষেক, সফরে প্রথমবার টস জিতল বাবর আজম

প্রতিবেদক: চট্টগ্রাম টেস্ট শেষে শুরু হতে যাচ্ছে ঢাকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সফরে প্রথমবার টস জিতল বাবর আজম। টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের।

এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ব্যাটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়াও একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

পাকিস্তান দল: আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন আফ্রিদি।

বাংলাদেশ দল:সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, ইবাদত হোসেন।

Exit mobile version