সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক আলমগীর হোসেন

সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক আলমগীর হোসেন

দৈনিক সকালের সময় ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বছরে বস্তু নিষ্ঠা সংবাদ প্রেরণ করায় এবার সম্মেলনা পেয়েছেন লেখক ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন।
বুধবার বিকালে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটে এ সম্মাননা দেওয়া হয়। জাতীয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো: নুর হাকিম এ সম্মাননা স্বারক তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের হাতে।

সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন ১৯৮৮ সালে ১৫ জানুয়ারি লক্ষ্মীপুর পৌর ৭ নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। দৈনিক মানব কল্যাণ পত্রিকা দিয়ে কাজের শুরু হলেও পরে জাতীয় দৈনিক সন্ধ্যাবানী, দৈনিক দিন প্রতিদিন, কালের ছবি, অর্থনীতি কাগজ, অধিকার, আনন্দ বাজার, আলোকিত বাংলাদেশে কাজ করেন তিনি। ২০১৮ সালে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকায় কাজ করতে গিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য এর পরে ২০১৯ সালে সদস্য হন। বস্তু নিষ্ঠা সংবাদ প্রকাশের মাধ্যমে সুনামের সহিদ জেলাবাসীর সেবা দিয়ে আসছেন তিনি। সাংবাদিকতায় পাশাপাশি শিক্ষানবশি আইনজীবী হিসেবে লক্ষ্মীপুর আদালতে কাজ করেন তিনি। এ সম্মাননার স্বারক দেয়া জাতীয় দৈনিক সকালের সময় সম্পাদক ও প্রকাশক নুর হাকিমকে লক্ষ্মীপুর জেলাবাসী পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ আলমগীর হোসেন।

Exit mobile version