সহকর্মীকে ‘যৌন হয়রানি ’: শিল্পকলার যন্ত্রশিল্পী সাময়িক বরখাস্ত

এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

সহকর্মীকে ‘যৌন হয়রানি’ অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের যন্ত্রশিল্পী (গ্রেড-৩) তুষার কান্তি সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমির সচিব আছাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশ বলা হয়েছে, তুষার কান্তি সরকার গত ১৯ মে বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার দিকে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের নীচতলার ওয়াশরুমে প্রবেশ করেন। এসময় তিনি পাশের আরেকটি ওয়াশরুমের দেওয়াল টপকে উপরে উঠে খোলা অংশ দিয়ে এক নারী সহকর্মীকে লক্ষ্য করে তাকিয়ে থাকেন। পরে ওই নারী সহকর্মী ঊর্ধ্বতন পর্যায়ে তার বিরুদ্ধে অভিযোগ করেন।

আদেশে তুষারের এমন কর্মকে ‘অত্যন্ত গর্হিত এবং আপত্তিকর আচরণ’ উল্লেখ করে বলা হয়, ‘এটি নৈতিক স্খলনেরও একটি চরম দৃষ্টান্ত, যা নারী নির্যাতনের পর্যায়ভুক্ত। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি এ ধরনের অশ্লীল কাজ করতে পারেন না। এটি জঘন্য অসদাচরণ এবং গুরুদন্ডযোগ্য অপরাধ।’

এমন পরিস্থিতির আলোকে আজ সোমবার (২৩ মে) থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Exit mobile version