সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন দোহারের কৃতি সন্তান হাবিবুর রহমান

 

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে, মেঘনা ৫ কিলোমিটার  নামে একটি সাঁতার প্রতিযোগিতা। ট্রায়াথলন ড্রিমার্সের আয়োজনে এই প্রতিযোগিতায় বাংলাদেশের ৬৪ জেলা থেকে আসা ১০০ জন সাঁতারু অংশ নেন। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেন দোহারের কৃতী সন্তান হাবিবুর রহমান। এই সাঁতার প্রতিযোগিতায় বাবুল হোসেন নামে দোহারের আরেক কৃতি সন্তান অংশ গ্রহণ করেন। হাবিবুর রহমান দোহারের জয়পাড়ার স্মার্ট কালেকশন এর কর্ণধার।

শুক্রবার সকাল ১১টা ২ মিনিটে সোনারগাঁ উপজেলার আনন্দবাজার ঘাট থেকে সাঁতার শুরু হয়। প্রতিযোগীদের ফিনিশিং পয়েন্ট ছিল ৫ কিলোমিটার দূরের কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রাম। এই দীর্ঘ পথ সফলভাবে অতিক্রম করেন মোট ৫৪ জন সাঁতারু মধ্যে ৫ কিলোমিটার সাঁতরে বয়স ক্যাটাগরিতে প্রথম হয়েছেন হাবিবুর রহমান।

সাঁতারুদের নিরাপত্তার জন্য প্রতি ৫০০ মিটার পরপর একটি করে সেফটি বোট, রেসকিউ টিম, নৌ পুলিশ, ডুবুরি ও মেঘনা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে সাঁতারুদের চিকিৎসার জন্য ছিল হাইড্রেশন পয়েন্ট ও মেডিকেল টিম।

Exit mobile version