আলমগীর হোসেন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সাপাহারে আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান, অসহায় দুস্থ্য ও এতিম শিশুদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ঘটিকায় সাপাহার উপজেলা আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর অফিস ঘরে এ অনুদানের চেক বিতরণ করা হয়। আম আড়ৎ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শ্রী কার্তিক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক মো: রাশেদুল হক, এনআরবিসি ব্যাংক এর ব্যবস্থাপক …. আম আড়ৎ সমিতির সহ-সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় সমিতির সকল সদস্য ও উপকার ভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও অসহায়, দুস্থ্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অতিথিদ্বয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, কবরস্থান, মহাশ্মসান, এতিমখানা, সহ অসহায় দুস্থ্যদের মাঝে তিন লক্ষটাকার চেক বিতরণ করেন। ইতোপূর্বে উক্ত সমিতির পক্ষথেকে সাপাহার, বাজার জামে মসজিদ, প্রতিবন্ধী বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১০লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে বলে সমিতির সভাপতি, সম্পাদক জানিয়েছেন।
সাপাহারে আমআড়ৎ ব্যবসায়ী সমিতির দুস্থ্য এতিমের মাঝে চেক বিতরণ
-
by admin
- Categories: রাজশাহী বিভাগ
Related Content
নাটোরে কৃষি মেলাতে আ'লীগ সরকারের বাণী প্রচার, তীব্র ক্ষোভের মুখে প্রত্যাহার!
by admin ১৭/০১/২০২৫
হাঙ্গারের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
by admin ১৭/০১/২০২৫
সাপাহারে নবাগত ইউএনও'র সাথে বিএনপির সৌজন্য সাক্ষাৎ
by admin ১৫/০১/২০২৫
নাটোরের বড়াইগ্রামে ভুতুড়ে কৃষি মেলা, লক্ষ টাকা গচ্চা!
by admin ১৫/০১/২০২৫
পত্নীতলায় পৃথক পৃথক অভিযানে ভুয়া ডাক্তার আটক জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায়
by admin ১৫/০১/২০২৫
সাপাহারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
by admin ১৪/০১/২০২৫