সাপাহারে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Oplus_131072

সাপাহারে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে তারুণ্যের উৎসব উদযাপন-২০২৫ ইং উপলক্ষ্যে উক্ত বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া ও বিজ্ঞান মেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওঃ আব্দুল বাঁকী। এসময় শিক্ষার্থীদের মেধা বিকাশের গুরুত্ব ও উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, থানার অফিসার ওসি( তদন্ত )আলেপ উদ্দিন, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল নুর, সাপাহার উপজেলা জামাতে আমির আবুল খায়ের তরুন, আব্দুল্লাহ্ আনসারী প্রমুখ।
Exit mobile version