সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: কৃষি কাজে ব্যবহৃত ৫৯ বস্তা রাসায়নিক সার নওগাঁর সাপাহার হতে ক্রয় করে পাশর্^বর্তী পতœীতলা উপজেলায় নিয়ে যাওয়ার সময় সাপাহার কৃষি অফিসের লোকজন আটক করে স্থানীয় থানায় জমা দিয়েছে।
জানা গেছে শনিবার বেলা ২টার দিকে পতœীতলা উপজেলার জৈনক কৃষক তার ফসলের জমিতে প্রয়োগ করার জন্য সাপাহার সাগর ট্রেডার্স, খেয়া ট্রেডাস ও গোলাম রাব্বানী ট্রেডার্স হতে ২১বস্তা ইউরিয়া সার, ১০বস্তা ডিএপি সার ও ২৮বস্তা এমওপি সার ক্রয় করে পতœীতলার উদ্দেশ্যে রওয়ানা দেন। ইতোমধ্যে সাপাহার উপজেলা হতে অন্য উপজেলায় সার নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে সাপাহার উপজেলা কৃষি অফিসের লোকজন রাস্তায় গোডাউন পাড়া মোড় এলাকা হতে সারগুলি আটক করেন।
এবিষয়ে সাপাহার কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে সরকারী নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপজেলার ল্যান্ড বা ভুমির পরিমাপ অনুযায়ী সার বরাদ্দ হয়ে থাকে। কাজেই এক উপজেলার সার অন্য উপজেলায় চলে গেলে ওই উপজেলায় সারের সংকট দেখা দিতে পারে এ জন্য সাপাহার হতে অন্য উপজেলায় যাওয়ার পথে সারগুলি জব্দ করা হয়েছে।
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার, অন্যান্য কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চ্যুয়ালি)উপস্থিত থেকে…
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ১ টি বিসিআইসি ডিলার ও ১ টি খুচরা বিক্রেতার মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে সাপাহার উপজেলা সদর,আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান…