আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম রিবন এর নামাজে জানাযা (৭জুলাই২৩ইং) শুক্রবার বাদজুম্মা স্থানীয় কালাইহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। (৬জুলাই২৩ইং) বৃহস্পতিবার দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহরের নারুলী বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মরহুমের ১ম জানাজা নামাজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নারুলীতে এবং ২য় জানাযার নামাজ শুক্রবার বাদজুম্মা কালাইহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০বছর। তিনি স্ত্রী, মা, ৭ভাই, ২বোন, ২মেয়ে, ১ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নামাজে জানাযা’য় অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি আমিনুল ইসলাম সরকার পিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, সাহাদত হোসেন খান সাগর, গাবতলী পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, নবির উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহেল বাকী, মুঞ্জুর মোরশেদ, সহ-সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোরশেদ আল আমিন লেমন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, দপ্তর সম্পাদক কেএম পান্না, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূধন, মাহবুবুর রহমান, মোজাম্মেল হক দুদু, জুলফিকার হায়দার গামা, জোবাইদুর রহমান গামা, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, আশরাফুল ইসলাম, সম্রাট মাহারুফ, যুবদল নেতা সোহাগ মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর ইসলাম পলাশ, সাধারন সম্পাদক এমএম রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, জেলা কৃষকদল নেতা নুরুল্লাহ আকন্দ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, জেলা ছাত্রদল নেতা আব্দুল গনি, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, দপ্তর সম্পাদক সম্রাট হাসান দোয়েল, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, মরহুম পরিবারের সদস্য রফিকুল ইসলাম, মফিদুল ইসলাম, রফিকুল ইসলাম খোকন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লীগন প্রমূখ। এদিকে, মরহুম মমিনুল ইসলাম রিবনের মৃত্যু’তে গভীর শোক প্রকাশ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। উল্লেখ্য, মরহুম মমিনুল ইসলাম রিবন কালাইহাটা গ্রামের মৃত নুরুল ইসলাম আকন্দের পুত্র ছিলেন।
ক্যাপশন ১। শুক্রবার বাদ জুম্মা বগুড়ার গাবতলী বালিয়াদিঘী ইউপি সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিবন এর নামাজে জানাযা স্থানীয় কালাইহাটা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ছবি আল আমিন মন্ডল
২। শুক্রবার বাদ জুম্মা বগুড়ার গাবতলী কালাইহাটা হাইস্কুল মাঠে বালিয়াদিঘী ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিবন নামাজে জানাযা পূর্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি আল আমিন মন্ডল