সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন।  রবিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে তাঁর মৃত্যু হয়েছে বলে এক শোক বর্তায় জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহেমেদ।

একই সঙ্গে তিনি প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বর্তায় বলা হয়, আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (আভ্যন্তরীণ অঙ্গনে) সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের জানাজার নামজ হবে। তাঁর মৃত্যুতে রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

১৯৪১ সালের ১ জুন লক্ষীপুরে জন্ম সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের।

তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ করার পর ১৯৬৫ সালে এল এল বি করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন ১৯৮১ সালে।

১৯৯২ সালে তাঁকে হাইকোর্টের বিচারপতি করা হয়।

এর ৯ বছর পর ২০০১ সালে তিনি নিয়োগ পান আপিল বিভাগে। ২০০৭ সালের ১ মার্চ মো. রুহুল আমিনকে দেশের পঞ্চদশ প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।

Exit mobile version