সারাদেশে অন্যায়ভাবে শ্রমিক কল্যাণের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাস্টার শফিকুল আলমকে নিঃশর্ত মুক্তি দিতে হবে: শ্রমিক কল্যাণ ফেডারেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। আজ এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ মাস্টার শফিকুল আলম কে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, কোন ধরনের ওয়ারেন্ট ইস্যু ছাড়াই মাস্টার শফিকুল আলম কে গতকাল রাতে খুলনার খালিশপুর থেকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ একটি পুরানো মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মাস্টার শফিকুল আলম একজন বয়োবৃদ্ধ শ্রমিক নেতা। তিনি আজীবন মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তার মত সজ্জন শ্রমিক নেতাদের গ্রেফতার করে সরকার তার দেউলিয়াত্ব প্রকাশ করছে।

নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, হামলা-মামলা ও গ্রেফতারের নীল নকশা বন্ধ করুন। মাস্টার শফিকুল আলমসহ সারাদেশে গ্রেফতারকৃত শ্রমিক কল্যাণের ফেডারেশন ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন। বিশেষত প্রায় দেড় বছরের অধিক সময় ধরে কারাগারে আটক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম, সাবেক সভাপতি মিয়া গোলাম পরওয়ার ও ফেডারেশনের প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করুন।

নেতৃবৃন্দ বলেন, আমরা চাই সময় থাকতে সরকারের শুভ বুদ্ধির উদয় ঘটুক। জনগণের মনের ভাষা উপলব্ধি করে সকল ধরনের ষড়যন্ত্রের পথ থেকে সরে এসে বিরোধী দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার পূর্বক তাদের নিঃশর্ত মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট হবেন।

Exit mobile version