কাশী কুমার দাস ॥ ২৩ নভেম্বর শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে নানা আয়োজনের মধ্যদিয়ে এবং আনন্দ মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জেলা সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা।
সার্ক কালচারাল সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক বিধান দত্ত’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশ এর কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সার্ক কালচারাল সোসাইটি ভারত এর সভাপতি ড. অমল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ, কবি-সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, শব্দশর সংগঠনের সভাপতি কবি বাবুল চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রশিদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহিনুর ইসলাম, সমাজকর্মী মোঃ সামিউল আলম জনি, কবি ও শিক্ষক আব্দুল মালেক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি সাবিনা ইয়াসমিন ইতি। বক্তারা বলেন, আমাদের নিজ নিজ দেশের লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে সকলের সাথে সু-সম্পর্ক গড়ে উঠবে এই সংগঠনের মাধ্যমে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান, আফগানস্তান সার্ক ভুক্ত ৮টি দেশ কে নিয়ে সাংস্কৃতিক মানুষদের একটি অরাজনৈতিক সংগঠন। যা সার্ক ভুক্ত দেশগুলোর সাথে সাংস্কৃতিক চর্চার একটি মিলন প্লাটফর্ম গড়ে উঠবে। আমরা এমন মানুষ তৈরী করতে চাই যার মধ্যে সম্প্রীতির ঐক্য থাকবে। শেষে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রদীপ ঘোষের নেতৃত্বে সঙ্গীত সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন প্রিয়ংকা দাস চৈতী, প্রঞ্জা ঘোষ, শ্রেয়সী সরকার ও তবলায় ছিলেন সজীব কুন্ডু।