সাহাবুদ্দিনের নামেই দু‌টি মনোনয়ন জমা দিয়েছে আ.লীগ: ইসি স‌চিব

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মো. সাহাবু‌দ্দিন চুপ্পুর নামে দু‌টি মনোনয়নপত্র জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়ন দু‌টি সোমবার যাচাই-বাছাই করা হবে বলে জা‌নিয়েছেন নির্বাচন কমিশনারের স‌চিব মো. জাহাংগীর আলম।

রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমাদান শেষে ইসি স‌চিব এ তথ্য জানান।

ইসি স‌চিব জানান, দু‌টি মনোনয়নপত্রের এক‌টির প্রস্তাবক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যটি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

জাহাংগীর আলম বলেন, বেলা ১১টায় এক‌টি ও ১১টা ৫ মি‌নিটে অপর মনোনয়ন জমা পড়ে। আগামীকাল সোমবার দু‌টি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে চূড়ান্ত রাষ্ট্রপ‌তির নাম আনুষ্ঠা‌নিকভাবে ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে ইসি স‌চিব বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিন‌টি মনোনয়ন জমা দেওয়া যেতে পারে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপ‌তি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এক‌টি প্রতি‌নি‌ধিদল নির্বাচন ভবনে আসে। এ সময় দল‌টি প্রধান নির্বাচন ক‌মিশনার কাজী হা‌বিবুল আউয়ালের সঙ্গে দেখা করে।

গত ২৪ জানুয়া‌রি রাষ্ট্রপ‌তি নির্বাচনের তফ‌সিল ঘোষণা করেন সিইসি। ঘো‌ষিত তফ‌সিল অনুযায়ী আজ ১২ ফেব্রুয়া‌রি মনোনয়ন দা‌খিল, সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনু‌ষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়া‌রি। তবে যেহেতু সংসদের সংখ্যাগ‌রিষ্ঠ দলের প্রার্থী একজন, তাই ভোট গ্রহণের প্রয়োজন হচ্ছে না।

Exit mobile version