স্টাফ রিপোর্টার ॥ “সংগঠনই শক্তি-সংগঠনই মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে ২৭ জুন বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ দিনাজপুর এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের সহযোগিতায় গোদাগাড়ী ইউনিট কার্যালয় জনসংগঠনের সদস্যদের সাথে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের ভূমি অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের উপজেলা সভা প্রধান সেবা চন্দ্র রায় এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়। সম্মানীত অতিথি হিসেবে মতবিনিময় সভায় আলোচনা করেন ৭নং উথরাইল ইউপি’র ইউপি সদস্য আক্তারুজ্জামান ও সাংবাদিক কাশী কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য এনামুল হক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ’র গ্রাম সহায়ক বিউটি রানী রায়। বক্তারা বলেন, ভূমিহীন সদস্যদের জীবন মান উন্নয়ন ও নেতৃত্বের বিকাশ ঘটাতে সিডিএ তৃণমূল পর্যায়ে সংগঠন নির্মাণের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে যেমন ভূমিহীন সদস্যরা তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে খাস জমির মালিক হচ্ছে ঠিক তেমনি তাদের জীবন মান দক্ষতারও উন্নয়ন ঘটছে। একারণে সদস্যদের মানবাধিকার রক্ষার মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে এবং দক্ষ নেতৃত্ব গড়ে উঠছে। এর ফলে ভূমিতে নারীর অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার ৬টি ইউনিয়নে সিডিএ ভূমিহীনদের নিয়ে কাজ করছে। এছাড়া সরকারিভাবে যে সেবা রয়েছে তা ভূমিহীনদের সাথে লিংকেজ করছে।