সিরিজ বাঁচাতে রানের পাহাড় টপকাতে হবে টাইগারদের

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাতে রানের পাহাড় টপকাতে হবে বাংলাদেশকে। দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসভাগ্য ছিল বাংলাদেশের। ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিতিশ কুমার আর রিঙ্কু সিংয়ের ৪৯ বলে ১০৮ রানের বিধ্বংসী জুটিতে ভর করে বিশাল সংগ্রহ গড়ে ফেলেছে ভারত। ৯ উইকেটে তারা তুলেছে ২২১ রান। অর্থাৎ সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে করতে হবে ২২২।নিতিশ-রিঙ্কুর জোড়া ফিফটিতে এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ভারত।

পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। মনে হচ্ছিল, এবার সিরিজে ফেরার ভালো সুযোগ আছে বাংলাদেশের। ভারতকে মোটামুটি একটা সংগ্রহে আটকে রাখতে পারলেই হতো। কিন্তু পাওয়ার প্লের পরেই লাগামছাড়া বোলিং শুরু করেন টাইগার বোলাররা। রিশাদ হোসেন এক ওভারে দেন ২৪, মেহেদী হাসান মিরাজ ২৬। সেই ধারা চলতে থাকে শেষ পর্যন্ত।

চতুর্থ উইকেটে নিতিশ কুমার আর রিঙ্কু সিংয়ে ৪৯ বলে ১০৮ রানের বিধ্বংসী জুটিতে ভর করে বিশাল সংগ্রহই গড়ে ফেলেছে ভারত।

Exit mobile version