রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৩ মাস থেকে একটি কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বোচাগাড়ী মৌজার মাদারেরভিটা গ্রামে অবস্থিত মাদারেরভিটা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহ মো. হিজবুল্লাহ দীর্ঘ ৩ মাস যাবৎ কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ক্লিনিকটি বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শত শত রোগি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাদারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল হক, মমিনুল হক মাস্টার, মতিয়ার রহমান ও তার স্ত্রী ফুলমতি বেগমসহ এলাকার অনেকে বলেন, বন্যার আগ থেকে ক্লিনিকে কর্মী হিজবুল্লাহ আসে না। উক্ত ক্লিনিকের সভাপতি শফিউল ইসলাম মন্ডল বলেন, তিন মাস থেকে কর্মী ক্লিনিকে আসে না। সিএইচসিপি হিজবুল্লাহ মোবাইল ফোনে ক্লিনিক বন্ধ রাখার কথা স্বীকার করেন । মাঠ পরিদর্শক আলমগীর হোসেন বলেন আপনারা যা জেনেছেন তা সত্য। সুন্দরগঞ্জে উপজেলায় ৬১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।
রংপুরে ৮৩৫টি মন্ডপে দূর্গাপূজা
রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৮৩৫টি মন্ডপে উদ্যাপিত হবে। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে সব ধরণের নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। রংপুর জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডে ১৫২টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা হবে। মহানগরের বাহিরে জেলার ৮ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ৬৮৩টি মন্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬৮টি, গঙ্গাচড়ায় ৯৫টি, তারাগঞ্জে ৪৭টি, বদরগঞ্জে ১২৩টি, মিঠাপুকুরে ১০৬টি, পীরগঞ্জে ১০৫টি, পীরগাছায় ৭৩টি ও কাউনিয়া উপজেলায় ৬৬টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা উদ্যাপিত হবে। রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, শান্তিপূর্ন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপনের জন্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপ কমিটির সাথে আলোচনা করে নিরাপত্তার নানা বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে উৎসব মুখর পরিবেশে উদ্যাপন হবে।
সুন্দরগঞ্জের মাদারেরভিটা কমিউনিটি ক্লিনিক বন্ধ
