সুন্দরগঞ্জে নিবার্চন থেকে সরে দাঁড়ালেন ডা.আলম

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে
দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী ডাক্তার মো. সফিউল ইসলাম আলম। গত ১৭ মে শুক্রবার বিকাল

৪টার দিকে উপজেলার পাঁচপীর বাজারস্থ তার ব্যক্তিগত চেম্বারে এক সংবাদ সম্মেলনে নির্বাচন
থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সফিউল ইসলাম আলম সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে
অংশগ্রহণ করেছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিউল ইসলাম আলম বলেন, ব্যক্তিগত কারণে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। নিবার্চন থেকে হঠাৎ সরে দাঁড়ানোর বিষয়ে
রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থীর মধ্যে গত ১২ মে
দুর্লভ চন্দ্র মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গত ১৩ মে ৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের
প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন। এরই মধ্যে গত শুক্রবার সফিউল ইসলাম আলম নির্বাচন থেকে
সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

Exit mobile version