সুন্দরীপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২৫ এর ফাইনাল খেলা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

 

 

গত ২৪ জানুয়ারি, ২০২৫,  শুক্রবার, সুন্দরীপাড়া রূপালী যুব সংঘ কর্তৃক আয়োজিত সুন্দরীপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ, ২০২৫ (সিজন ৫) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে দোহার উপজেলার সুন্দরীপাড়া ফ্রেন্ডস ক্লাব বনাম সুন্দরীপাড়া রিয়েল ফাইটার্স দু’টি দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উদ্বোধন করেন বিএনপির মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও দোহার উপজোর সাবেক ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা, এতে আরও উপস্থিত ছিলেন শাহ সাইমন চিশতী, মিজানুর রহমান মোল্লা, হুমায়ূন কবীর মোল্লা, অ্যাড. সাইফ আলী খাঁন  ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, মোট ৬ টি দলের অংশ গ্রহণের মাধ্যমে নাইট ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়।

Exit mobile version