সুন্দর সম্পর্ক বজায় রাখতে এই পাঁচটি কাজ করুন

যোগাযোগের গভীরে সমস্যা রাখবেন না

দুজন নিয়মিত কথা বলুন। যত সমস্যাই হোক, চেষ্টা করুন কোনো কিছু গোপন না করতে। পরস্পরের প্রতি যতটা সম্ভব খোলামেলা থাকুন। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। অধিকাংশ সম্পর্কে সমস্যার শুরু হয় এখান থেকেই। নিয়মিত দেখা করুন। একসঙ্গে সময় কাটান। সেই সময়টা প্রযুক্তির বাইরে পরস্পরের সান্নিধ্যে থাকুন।

যত সমস্যাই হোক, চেষ্টা করুন কোনো কিছু গোপন না করতে।
ছবি: পেক্সেলস

আপস করুন

সুন্দর সম্পর্কের সবচেয়ে পুরোনো, কার্যকর ও কঠিন সূত্র হলো আপস করা। আপনি হয়তো আপনার জন্য শতভাগ উপযুক্ত সঙ্গী খুঁজে পাবেন, কিন্তু শতভাগ আপনার মতো সঙ্গী খুঁজে পাওয়া অসম্ভব। সব ব্যাপারে দুজনের মতো কখনোই মিলবে না। পছন্দ তো নয়ই। কাজেই করতে হবে আপস এবং তাতে ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনকেই যেমন আপস করতে হবে, তেমনি খেয়াল রাখতে হবে, এটা করতে গিয়ে যেন কোনো একজনের ব্যক্তিত্বের সীমা খর্ব না হয়।

সুন্দর সম্পর্কের সবচেয়ে পুরোনো, কার্যকর ও কঠিন সূত্র হলো আপস করা

ঝগড়া-বিবাদ ভুলে যান

না, ঝগড়া না করার চেষ্টা করবেন না। সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে। তাই নিয়ে দ্বন্দ্ব হবে। মাঝেমধ্যে তুমুল ঝগড়াও হবে। কিন্তু সেগুলো ধরে বসে থাকা চলবে না। অন্য বিষয়ের আলাপে আবার সেই প্রসঙ্গ টেনে আনলে তাতে কেবলই সম্পর্ক তেতো হবে। কাজের কাজ কিছুই হবে না। যত দ্রুত সেসব ভুলে যেতে পারবেন, ততই মঙ্গল।

সম্পর্কে ভুল বোঝাবুঝি হবে। তাই নিয়ে দ্বন্দ্ব হবে। মাঝেমধ্যে তুমুল ঝগড়াও হবে। কিন্তু সেগুলো ধরে বসে থাকা চলবে না
ছবি: পেক্সেলস

তথ্যসূত্র : দ্য ইনডিপেনডেন্ট

Exit mobile version