Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

সুপ্ত চলে গেলো না ফেরার দেশে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির  ছাএ সুপ্ত কর চলে গেলো না ফেরার দেশে। গত কাল দুপুরে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসা থেকে বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে বাসা থেকে বের হয়। পরে বন্ধুদের সাথে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বন্ধুরা তাকে অনেক কষ্ট করে পুকুর থেকে তুলে। এলাকাবাসীর সহযোগিতায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।এ সময় বাসায় কেউ ছিলো না। সুপ্তর বাবা  সুকমার চন্দ্র   কর  পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  সুপ্তর মা স্বপ্না দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা বাবা দুইজনেই স্কুলে ছিলেন। মা বাবা কেউ জানতো না তাদের আদরের এক মাএ ছেলে চলে গেছে না ফেরার দেশে। খরব পেয়ে তারা চলে যায় বাড়িতে। কান্নায় পুরো এলাকা ছড়িয়ে পড়ে। মা বাবার স্কুলের শিক্ষকরা চলে য়ায় নরসিংদী শহরের বাড়িতে। কারো মুখে কোন কথা নেই। সবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সুপ্তর অসময়ে চলে যাওয়া কেউ   মেনে নিতে পারছেন না । সুপ্ত একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। এলাকায় সুপ্তর চলের যাবার খবর  শোনে শোকে ছাড়া পড়ে যায়। শোকসপ্ত পরিবারকে শান্তনা দিতে চলে যায় নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুৃম বিল্লাহ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা ও স্কুলের শিক্ষক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তুমি যে দিন এসেছিলে হেসে ছিল সবাই। তুমি চলে গেলে কেঁদেছে সবাই। সমস্ত শিক্ষক  সমাজ তোমার চলে যাওয়ায় মর্মাহত। তুমি ক্ষনজন্ম নিয়ে এসেছিলে পৃথিবীতে। পরকালে তুমি  ভালো থেকো।
Exit mobile version