সৃজনশীল সংগঠন মনিমেলার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পনের তম আসর গল্প শোনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাশী কুমার দাস ॥ ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার মুন্সিপাড়াস্থ দিনাজপুর একাডেমি স্কুলের হলরুমে সৃজনশীল সংগঠন মনি মেলার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পনের তম আসর গল্প শোনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মনিমেলার সভাপতি কবি ইয়াসমিন আরা রানুর সভাপতিত্বে গল্প শোনা প্রতিযোগিতার উদ্বোধণ করেন উদ্বোধক বিশিষ্ট কবি ও সাহিত্যিক জলিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন মনিমেলার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল মতিন সৈকত। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমি স্কুলের সহকারী শিক্ষক মোঃ নুর ইসলাম ও মনিমেলার কোষাধ্যক্ষ মুক্তি বসাক। দিনব্যাপী ৪টি বিভাগে গল্প শোনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “ক” বিভাগ, “খ” বিভাগ, “গ” বিভাগ এবং “ঘ” বিভাগের অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকবৃন্দ গল্প শোনা প্রতিযোগিতায় অংশগ্রঞণ করে। ইতিপূর্বে ২২ জানুয়ারী-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে মোমবাতী জ্বালিয়ে এবং কেক কেটে মনিমেলার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উদ্বোধক হিসেবে গল্প শোনা প্রতিযোগিতায় উদ্বোধন করতে গিয়ে বিশিষ্ট কবি সাহিত্যিক জলিল আহমেদ বলেন, মেধার বিকাশ ঘটাতে এবং তাদের জ্ঞান ভান্ডারকে সানিত করতে গল্প শোনা প্রতিযোগিতা প্রশিক্ষণার্থীদের যথেষ্ট অবদান রাখবে। শিশুদের প্রতিযোগিতা মানেই আনন্দ ও বিনোদন। প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল মতিন সৈকত তার স্বাগত বক্তব্যে বলেন, মনিমেলা একটি সৃজনশীল সংগঠন হিসেবে গত ২২ বছর ধরে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এবং শিল্পী গড়ার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করে যথেষ্ট সুনাম অর্জন করে যাচ্ছে। উল্লেখ্য আগামী ২২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মনিমেলা সংগঠন।

 

Exit mobile version