সেক্সচুয়াল সমস্যা থেকে সুস্থ্য হতে চান।নিজের চিকিৎসা নিজেই করুন

নিজের চিকিৎসা নিজেই করুন

নিজের চিকিৎসা নিজেই করুন
বীর্য গাঢ় করতে চান, সেক্সচুয়াল সমস্যা থেকে সুস্থ্য হতে চান।
এগুলো শতভাগ প্রকৃতিক ও নিরাপদ তাই নিয়মিত ব‍্যবহারে ধীরে ধীরে গোপনীয় সকল সমস্যা থেকে মূক্তি পাবেন।
পদ্বতি ( উপাদানসমূহ #১৭ টি#)
প্রথমে আপনি কোনো বানিয়াতী /ভেষজ দোকান থেকেশিমুলমূল অশ্বগন্ধা,শতমূলঅলকূশীতেতুল বীজ আকরকরাতোকমা কাতিলাগামচিয়াসীডঅর্জুনএিফলা
মেথিসজনেপাতাকালজিরাহরিতাকী
বহেড়া ওআমলকী পাউডার সংগ্রহ করতে হবে।
পাউডারগুলো সমপরিমানে ভালভাবে মিক্সড করে ১/২ দিন রোদে দিতে হবে।
শুকিয়ে তারপর সব গুলা এক সাথে বেলের লাকরি দিয়ে তামার পাতিলে উত্তম রুপে ৩/৫ঘন্টা চুলায় রেখে ভাল করে ফুটিয়ে আবার রোদে ১/২দিন শুখিয়ে মধু মিশিয়ে ও জাফরান মিশিয়ে একটা কৌটা বা বয়ামে ভরে রেখে সেবন করবেন!!
সেবনের নিয়মঃ
রাতে ঘুমানোর আগে ১ চা চামচ পাউডার এক গ্লাস পানিতে গুলিয়ে রেখে দিবেন। সকালে খালিপেটে সম্পূর্ণ খেয়ে নিবেন। এভাবে বিকাল/সন্ধ‍্যায় ভিজিয়ে রাতে শোবার আগে খাবেন।
ভেজানোর ও সেবনের সময় ভালভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিতে হবে।
সেবনের পূর্বে ১ চামচ মধু মিশিয়ে খেলে আরও ভাল।
সুস্থ-অসুস্থ, বিবাহিত-অবিবাহিত সকলেই খেতে পারবেন। সারাবছর খেলেও কোন সমস্যা নেই।
সেবনের পূর্বে অব‍্যশই সৃষ্টিকর্তার নাম স্বরণ করে খাবেন।
এগুলো কোনো ঔষধ নয় যে সেবনের সাথে সাথে রেজাল্ট পাবেন। প্রকৃতিক পুষ্টি গুন সম্পূর্ণ খাদ‍্য সহায়ক, নিয়মিত সেবনে ধিরে ধিরে প্রকৃতিক ভাবে গোপনীয় যাবতীয় যৌন সমস‍্যা থেকে সূস্থ‍্য লাভ করবেন। ইনশাআল্লাহ
Exit mobile version