সেলিম-শাহ আলম সভাপতি-সম্পাদক করে খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ  না’গঞ্জ জেলা কমিটি পূর্ণগঠিত

স্টাফ রিপোর্টার:
খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মোল্লার উপস্থিতিতে ১০১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১২ বছর পূর্ণগঠিত এ কমিটিতে মোঃ সেলিম হোসেনকে সভাপতি ও এ্যাডভোকেট মোঃ শাহ আলম শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নতুন কমিটির পদপ্রাপ্তরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল অভ্যর্থণা জানান। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক  এ্যাডভোকেট মোঃ শাহ আলম বলেন,সরকার গঠনসহ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজপথে সংগঠনকে সক্রিয় রেখে আমাদের দলের নেতা-কর্মীদের পরস্পরের আন্তরিকতা বজায় রাখতে হবে। তিনি বিদায়ী ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তার দোসরদেরকে আইনের আওতায় আনারও আহবান জানান। পরিশেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থণাসহ তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

Exit mobile version