সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি’র বাড়ী থেকে মোটরসাইকেল চুরি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার

মোঃ বেল্লাল হোসেন নাঈম,
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে রাতের অন্ধকারে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ মার্চ) দিবাগত রাতের কোন এক সময়ে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম শিকদারের আন্দিরপাড়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে।
সাংবাদিক শিকদার বলেন প্রতিদিনের মত সোনাইমুড়ী থেকে রাতে বাড়ীতে এসে মোটরসাইকেল টি যথারস্থানে তারা মেরে রেখে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেল টি নেই, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও গাড়ীটি না পেয়ে আইনের আশ্রয় নিলাম।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার রাতে সাংবাদিক খোরশেদ আলম শিকদার একটি চরির মামলা দায়ের করেছেন। চুরি হওয়া মোটরসাইকেলটি Bajaj Discover-110 CC কালো রংয়ের। আমরা বিভিন্ন স্থানে হতে তথ্যসংগ্রহের চেষ্টা করছি। আসা করি শীঘ্রই একটা ভালো খবর পাওয়া যাবে।
Exit mobile version