প্রেস বিজ্ঞপ্তি
৭ মার্চ, ২০২২, সোমবার, দুপুর ২টায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণের ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ এক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে। আলোচনার বিষয়: ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু’।
উক্ত ওয়েবিনারে সভাপতিত্ব করবেন ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সাম্মানিক সভাপতি নাট্যজন মুক্তিযোদ্ধা রামেন্দু মজুমদার, নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা সমাজকর্মী রোকেয়া কবীর, নির্মূল কমিটির সহসাধারণ সম্পাদক শহীদসন্তান অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর যুগ্মসম্পাদক লেখক সাংবাদিক সাব্বির খান, নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার নির্বাহী সভাপতি মানবাধিকারকর্মী সৈয়দ এনামুল ইসলাম, নির্মূল কমিটির অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী জুয়েল তালুকদার, নির্মূল কমিটির বোস্টন শাখার সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী মাহাফুজুর রহমান, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগের সম্পাদক ভারতের সমাজকর্মী তাপস দাস, টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিটি তুরস্কের সাধারণ সম্পাদক লেখক ও চলচ্চিত্রনির্মাতা শাকিল রেজা ইফতি এবং নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল।
উক্ত অনুষ্ঠানে নির্মূল কমিটির শতাধিক নেতৃবৃন্দ দেশ-বিদেশ থেকে যুক্ত থাকবেন।
ওয়েবিনারের লিংক: https://us02web.zoom.us/j/
আগ্রহী সবাই আমন্ত্রিত।