স্বপ্ন আমরা সবাই দেখি। চলুন দেখি স্বপ্নে মানুষেরা কি কি করে বা দেখেঃ
১. স্বপ্নে যৌন অভিজ্ঞতা লাভঃ
অধিকাংশ মানুষ তাদের জীবনে কখনো না কখনো স্বপ্নে যৌন অভিজ্ঞতা লাভ করেন। ঘুমন্ত অবস্থায় যৌনাঙ্গ শক্ত বা স্পীত হওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সমীক্ষায় পুরুষদের এক স্বপ্নে ২০ বার পর্যন্ত পুলক অনুভবের তথ্য পাওয়া যায়।
২. এলিয়াস হোয়ে স্বপ্নে নিজেকে ছুরিকাহত হতে দেখেছিলেন এবং এ থেকে তিনি লকস্টিচ সেলাই মেশিন আবিষ্কারের ধারণা পেয়েছিলেন।
৩. জেমস ক্যামেরন তার বিখ্যাত চলচিত্র টারমিনেটর ধারণা স্বপ্নে পেয়েছিলেন।
৪. আলবার্ট আইনস্টাইন স্বপ্নে কিছু গরুকে তড়িতাহত হয়ে মরতে দেখেছিলেন এবং এ থেকে তিনি তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্ব এর ধারণা পেয়েছিলেন।
৫. (একজন) বিজ্ঞানী কেকুলে স্বপ্নে সাপ দেখেছিলেন এবং এ থেকে তিনি বেনজিন (আলকাতরা হইতে উৎপন্ন বর্নহীন তরল পদার্থবিশেষ) এর ধারণা পেয়েছিলেন।
৬. স্বপ্নে দেখা কিছু পূর্বাভাষ যেগুলো পরবর্তীতে প্রতিফলিত হয়েছিলঃ
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন নিজের গুপ্তহত্যা সম্পর্কে স্বপ্নে দেখেছিলেন।
- ৯/১১ এ ক্ষতিগ্রস্তদের অনেকে স্বপ্নে সম্ভাব্য ভয়াবহতা সম্পর্কে সর্তকতা পেয়েছিলেন।
- মার্ক টোয়েইন তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে স্বপ্ন দেখেছিলেন।
- টাইটানিক জাহাজের ১৯ জন যাত্রীর স্বপ্নে সম্ভাব্য দুর্ঘটনা সম্পর্কে আভাস পাওয়ার সুস্পষ্ট তথ্য পাওয়া যায়।
৭. ঘুমের সময় চোখের দ্রুত নড়াচড়ার সমস্যাঃ
ঘুমের সময় চোখের দ্রুত নড়াচড়ার অবস্থায় আমাদের শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়। কিছু কিছু ক্ষেত্রে স্বপ্ন দেখার সময়েই মানুষ নানা কর্মকান্ড করে যেমন নিজের হাত পা ভেঙ্গে ফেলা, ঘরের আসবাবপত্র নষ্ট করা এমনকি ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে ফেলে।
৮. ড্রিম-ক্যাচার হচ্ছে আমেরিকার আদিবাসীদের অত্যন্ত সুপরিচিত প্রতীক। ঘুমে দুঃস্বপ্ন দেখা থেকে বাঁচতে আমেরিকাজুড়ে ড্রিম-ক্যাচার এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়।
৯. আমাদের পোশা প্রাণীরাও স্বপ্ন দেখেঃ
ঘরে পালিত কুকুর বা বিড়ালগুলোকে ঘুমন্ত অবস্থায় পর্যবেক্ষন করলে দেখবেন ওরা পা বা থাবা নাড়িয়ে কোন শিকার ধরার চেষ্টা করছে, আসলে ওরা সেটা স্বপ্ন দেখছে।
১০. অন্ধরাও স্বপ্ন দেখেঃ
জন্মান্ধরা ঘুমন্ত অবস্থায়ও স্বপ্ন দেখে না কিন্তু বাদবাকী অন্ধরা আমাদের মতোই স্বাভাবিক স্বপ্ন দেখে।
১১. সবার স্বপ্ন রঙ্গীন হয় না। ১২ শতাংশ মানুষ তাদের স্বপ্নে শুধু সাদা-কালো রংয়ের প্রেক্ষাপট দেখেন।
১২. পুরুষদের স্বপ্নের ৭০ শতাংশ চরিত্র পুরুষ হয় কিন্তু মহিলাদের স্বপ্নে নারী-পুরুষের অবস্থান সমান হয়। পুরুষদের স্বপ্ন মহিলাদের তুলনায় আগ্রাসী ধরণের হয়। নারী-পুরুষ উভয়েই প্রায় সমান হারে স্বপ্নে যৌন বিষয়গুলো দেখে থাকেন।
১৩. স্বপ্নে আমরা শুধুমাত্র সেই সব চরিত্রকে দেখে থাকি যাদেরকে আমরা বাস্তবে চিনি।
ধন্যবাদ মূল লেখককে।