স্বরাষ্ট্র উপদেষ্টা রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজ রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে কী হতো, যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেতো, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়।

তিনি বলেন, ছোটখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে, দুই একদিন আগেও ঘটেছে। তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় এ ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা চাই না এ ধরনের একটি ঘটনাও ঘটুক।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কী নির্দেশনা দিয়েছেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে রাতেই আপনারা দেখবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকটিভিটিস অনেক বেড়ে গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে৷ এ মিটিং এ অনেক নির্দেশনা দেওয়া হয়েছে৷ স্বাধীনতার এ ৫৩ বছরে আমাদের কোন সাংবাদিক লেখেননি আইন-শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো৷ আমি নিজেও একসময় সাংবাদিকতা করছি৷ আমি একসময় মর্নিং নিউজে ছিলাম৷ আমরাও কোনোদিন লিখিনি৷

গতকাল রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি করার ঘটনাকে ছোটোখাটো ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকালের বনশ্রীর ঘটনা আগে ঘটলে সেটা সবার জানতে দুইদিন সময় লাগতো৷ কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যাচ্ছে৷ এ জন্যই আমরা ভাবতেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়তো বড় ধরনের সমস্যার মধ্যে আছে৷

Exit mobile version