হবিগঞ্জে বাহুবলে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পাঁচ পুলিশসহ আহত ২০

হবিগঞ্জের বাহুবলে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।সংঘর্ষে গুরুত্বর আহত অবস্থায় এক পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বাহুবল থানার ওসি মশিউর রহমান বলেন, ‘সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে পিকেটিং করছিল বিএনপির নেতাকর্মীরা। দুপুরে পুলিশ এসে বাধা দিলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে আ.লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

Exit mobile version