হবিগঞ্জ-৪ লড়াই হবে দ্বিমুখী

 

মোঃ হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের ৮ জন সংসদ সদস্য পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই লিফলেট বিতরণের মাধ্যমে উৎসবমুখোর পরিবেশে চলছে প্রচার-প্রচারণা। এ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রতীক (নৌকা) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে আহাদ উদ্দিন চৌধুরী শাহীন, বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকে মো. আল আমিন, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ (মিনার) প্রতীকে আবু ছালেহ, বিএনএম (নোঙ্গর) প্রতীকে মো. মোখলেছুর রহমান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) প্রতীকে মোহাম্মদ আব্দুল মমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) প্রতীকে মো. রাশেদুল ইসলাম খোকন। প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলায় পদপ্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, বিভিন্ন প্রতিশ্রুতি ও নিজের পরিচিতি এবং নিজের সম্বলিত লিফলেট বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। কিন্তু আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র ঈগলের প্রচার-প্রচারণা থাকলেও অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা দেখা যায়নি। চুনারুঘাটে ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৩ হাজার ৮ শ’ ৪৭ জন এবং মাধবপুরে ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৮শ’ ১২ জন, মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ৬ হাজার ৬শ’ ৫৯ জন। এ নির্বাচনে লড়াই হবে বর্তমান সংসদ সদস্য ও বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী (নৌকা) ও সোস্যাল মিডিয়ার আলোচিত মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের (ঈগল পাখি) মধ্যে এটাই ভোটারদের অভিমত।

 

Exit mobile version