Site icon দৈনিক দেশের সংবাদ deshersangbad.com

১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

মিরপুরের উইকেটে বেশি রানের প্রয়োজন নেই। ২০০-২২০ রান হলেই পারা যায়। এটা বাংলাদেশ যেমন বুঝেছে, নিউজিল্যান্ডও শিকার করে। আর সফরকারীরা সেটা মেনেছে বলেই অল্পতে বেধে ফেলেছে স্বাগতিকদের। মাত্র ১৩৬ রানের লিড নিয়ে টাইগাররা এখন আছে হারের শঙ্কায়।

সিলেট টেস্ট জয়ের সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। ঢাকা টেস্টে সেই সম্ভাবনা জেগেও উঠেছিল। কিন্তু সেটা যেন পায়ে ঠেলে বিদায় করেছে টাইগাররা।

 

আগের দিনের হারানো দুই উইকেট নিয়ে নতুন সকাল শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম সেশন শেষ হওয়ার আগেই নেই ৬ ব্যাটসম্যান। তাদের যাওয়া আসার মিছিলে কেবল জাকির হাসান অন্যপ্রান্ত আগলে রাখছিলেন। তাতে পেয়ে যান ফিফটির দেখা। যা দিনের প্রথম সেশনে একমাত্র স্বস্তি।

তবে ফিফটির পর বেশিক্ষণ টিকেননি জাকির। ৫৯ রান করেই বিদায় নেন। তার বিদায়ের পর ১৪৪ রানেই থামে বাংলাদেশ। নিউজিল্যান্ড পায় ১৩৭ রানের লক্ষ্য।

কিউইদের হয়ে এজাজ প্যাটেল সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন। এছাড়া মিচেল স্যান্টনার তিনটি ও টিম সাউদি একটি উইকেট শিকার করেন।

একটু পর সিরিজ সমতায় ফিরতে নামছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১৮০

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪৪

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ১ ওভারে ১/০

Exit mobile version