১৭ বছর পরে দ্বি-বার্ষিক কাউন্সিল মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম, সম্পাদক মামুন

                                                                                                                                                                                                                           এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:টানা ১৭ বছর পরে বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন।

বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং টিমের আহŸায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আ শহিদুল হক বাবুল।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন, নির্বাচন মনিটরিং টিমের সদস্য ওয়াহিদুল ইসলাম পল্টু, বেগম লুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, শিকদার ফরিদুল ইসলাম ও আব্দুল জব্বার মোল্লা।

আলোচনা শেষে বিকেল ৩টায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি পদে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ##

**সভাপতি আব্দুর রহিম তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের ছবি সংযুক্ত আছে।

Exit mobile version