১৮০তম শহীদ শাহ জামাল-এর সম্মানিত পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৮০তম শহীদ শাহ জামালের সম্মানিত পিতা, রাজধানীর যাত্রাবাড়ী থানার বৌ-বাজার, ধলপুর এলাকার বাসিন্দা মো. শাহজালাল ৩ ডিসেম্বর (মঙ্গলবার) আনুমানিক রাত ৯.০০ টায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৭ মেয়ে, ৪ ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
১৮০তম শহীদ শাহ জামাল-এর সম্মানিত পিতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক প্রকাশ
এক শোকবার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “শহীদ শাহ জামালের সম্মানিত পিতা ছিলেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি একাধারে ছিলেন একজন প্রকৃত ইসলামী যোদ্ধা এবং একজন শহীদের পিতা, যা তাঁর মর্যাদাকে আরও উচ্চতর করে তোলে। তিনি শুধু ইসলামী আদর্শে নিজেকে নিয়োজিত রেখেই থেমে যাননি, বরং তার হাত ধরেই বহু মানুষ ইসলামের সুমহান পথে পরিচালিত হয়েছে এবং তাঁদের মাঝে দ্বীনের প্রতি ভালোবাসা ও ঐক্য সঞ্চারিত করেছেন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ইসলামের জন্য আত্মনিবেদিত।”

কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, “এমন একজন শ্রদ্ধেয় অভিভাবককে হারানোর শোক বহন করা সহজ নয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান দান করুন। আমিন।”

আমরা মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তায়ালা তাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Exit mobile version