২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন।

এসময় তারা ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর ভয়াল গ্রেনেড হামলায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকারের জোর দাবি জানান।

মো.সুমন মৃধাঃ দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে নারকীয় গ্রেনেড হামলায় জড়িত ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।
উক্ত মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরে সন্ধায় পবপ্রবি ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় তারা ২১ শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর ভয়াল গ্রেনেড হামলায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকারের জোর দাবি জানান।
Exit mobile version