বিএনপি তাদের সাংগঠনিক ৮ জেলা ও মহানগর শাখায় নতুন কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে রংপুর জেলা ও মহানগর, ফরিদপুর জেলা ও মহানগর, নওগাঁ, বরগুনা, পিরোজপুর এবং পাবনা জেলা।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে রংপুর জেলায় সাইফুল ইসলামকে আহ্বায়ক ও আনিছুর রহমান লাকুকে সদস্য সচিব করে ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি, রংপুর মহানগরে সামসুজ্জামান সামু আহ্বায়ক এবং মাহফুজ-উন-নবী-ডনকে সদস্য সচিব করে ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি, ফরিদপুর জেলায় সৈয়দ মোদাররেস আলী ইছা আহ্বায়ক এবং একেএম কিবরিয়া স্বপনকে সদস্য সচিব করে ১৯ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি, ফরিদপুর মহানগরে এএফএম কাইয়ুম জঙ্গী আহ্বায়ক এবং গোলাম মোস্তফা মিরাজকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি, নওগাঁ জেলায় আবুবকর সিদ্দিককে আহ্বায়ক এবং বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সচিব করে ৬ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি, বরগুনা জেলায় মাহবুব আলম ফারুক মোল্লা আহ্বায়ক এবং তারিকুজ্জামান টিটুকে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি, পিরোজপুর জেলা আলমগীর হোসেনকে আহ্বায়ক এবং গাজী ওহিদুজ্জামান লাভলুকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি এবং পাবনা জেলা কমিটির হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকারকে সদস্য সচিব করে ৫ সদস্যের আংশিক কমিটি করা হয়েছে।
অবশ্য এর আগে ২০১৯ সালের ৫ জুলাই পাবনা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক এবং সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করা হয়েছিল। কিন্তু কোন্দলের কারণে ওই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছিল না বলে এখন সদস্য সচিব পরিবর্তন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে।