৯৫ কলেজের অধ্যক্ষ ৪র্থ থেকে ৩য় গ্রেডে উন্নীত

দেশের ৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। এর আগে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না।

রোববার (১৯ জুন) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না।

সরকারি কলেজসমূহের মধ্যে অর্নাস এবং অনার্স-মার্স্টাস কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ০৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ (পঁচানব্বই) টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।

Exit mobile version