নানা আয়োজনে ময়মনসিংহে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধি : নানা আয়োজনে ময়মনসিংহে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে । ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) দুপুর একটায় ময়মনসিংহ ব্যুরো অফিসের আয়োজনে শহরের অলকা নদী বাংলা কমপ্লেক্সের ৪র্থ তলায় বিভাগের সকল জেলা প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা এবং আলোচনা সভা হয় । বিভাগীয় ব্যুরো প্রতিনিধি মো: আবুল কালামের সভাপতিত্বে ও মানব জমিনের জেলা প্রতিনিধি এনায়েতুল রহমান এর সঞ্চালনায় সমকালের প্রতিনিধি কবীর উদ্দিন সরকার হারুন, একাত্তর টিভির নুরুজ্জামান, কালের কন্ঠের আব্দুল হালিম, আমাদের সময়ের আব্দুল সাত্তার, সংবাদ সারাবেলার জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আজকের পত্রিকার সেলিম হোসাইন, সংবাদ সারাবেলার ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি মো: সেলিম মিয়া, হালুয়াঘাট প্রতিনিধি তরিকুল আশরাফী, সোনালী কন্ঠের মো: হুমায়ুন কবীর লুটাস সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
বিভাগীয় প্রতিনিধি আবুল কালাম তার বক্তব্যে বলেন, কোনো করপোরেশনের স্বার্থ রক্ষা করার জন্য এই পত্রিকার জন্ম হয়নি। এটি একটি আদর্শিক পত্রিকা। আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি । অন্যায়ের সঙ্গে কখনো আপস করতে শিখিনি, আপস করব না ইনশাল্লাহ।
জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে দেশের প্রতিটি স্থানে অবহেলিত মানুষের কথা তুলে ধরায় সংবাদ সারাবেলা পত্রিকা দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সকল প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সাহসী, বস্তুনিষ্ঠ, গঠনমূলক সংবাদ এবং সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের
মাধ্যমে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকা এগিয়ে যাবেন বলে আশা করি । এ ছাড়াও সকল প্রতিনিধিদের প্রতিটি স্থান থেকে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার পাশাপাশি মাল্টিমিডিয়াতেও সংবাদ প্রচারের জন্য আহব্বান জানান মাসুদুর রহমান।