মিরসরাইয়ে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় প্রথমবারের মতো সামাজিক সংগঠন মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা যাচাই পরীক্ষায় হল সুপারের দায়িত্বে ছিলেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হোসাইন সবুজ। আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন খান এবং কেন্দ্র সচিব এসএম জাকারিয়া। বাংলা, ইংরেজী, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষাটি সম্পন্ন হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা সিরাজ উদ্দিন, অধ্যাপক শফিকুল আলম সিকদার, একরামুল হক মাস্টার প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সালা উদ্দিন চৌধুরী, সালা উদ্দিন নিশান, আজীবন সদস্য আমীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন।

মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি সালা উদ্দিন চৌধুরী জানান, ২০২১ সালে স্থানীয় কিছু উদ্যমী যুবকদের নিয়ে গঠিত হয় সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা। এছাড়া দেশ এবং মানুষের যেকোন ক্রান্তিলগ্নে বিশেষ করে বন্যা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে তারা। শিক্ষাবান্ধব সংগঠনটি এই প্রথম উপজেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষার আয়োজন করেছে। প্রতিবছর এই পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Exit mobile version