প্রেস বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের আয়োজনে সপ্তাহব্যাপি দক্ষতা অর্জন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার, ৮ মার্চ ২০২৫, রাজধানীর তেজগাঁও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) এবং বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এলটি। তিনি বলেন, “দক্ষতা অর্জন কোর্সের মাধ্যমে আগামীর চৌকষ নাগরিক গড়ে উঠবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে রোভার স্কাউটরা অগ্রণী ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন, ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মোহা: আক্কাচ আলী এবং সভাপতিত্ব করেন ঢাকা জেলা রোভারের কমিশনার মু. ওমর আলী, এলটি।

 

প্রথম দিনের অফিস ব্যবস্থাপনা, সাংবাদিকতা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা তিনটি আলাদা বিষয়ে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছয়শতাধিক রোভার স্কাউট প্রশিক্ষণ গ্রহণ করেছে। আয়োজক কর্তৃপক্ষ সপ্তাহব্যাপি ছয়টি আলাদা ভেন্যুতে আটটি বিশেষ বিষয়ে ১১৬৮ প্রশিক্ষণার্থী রোভার স্কাউটকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

 

স্কাউটিং একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা তরুণদের চারিত্রিক গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্বশীলতা অর্জনে সহায়তা করে। স্কাউট কার্যক্রম ১৯০৭ সালে লর্ড ব্যাডেন পাওয়েল দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশে ১৯৭২ সালে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস তরুণদের আত্মনির্ভরশীল, শৃঙ্খলাবদ্ধ ও সমাজসেবামূলক কাজে উৎসাহিত করে, যা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের মূল লক্ষ্য হল সঠিক নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে সমাজ ও জাতির উন্নয়নে অবদান রাখা।

 

ছবিhttps://drive.google.com/drive/folders/1HN5ixQKWkAx085aF2qgGOPWww6JBVU_s?usp=sharing

Exit mobile version