সাহাব উদ্দিন রিটু,লামা,বান্দরবান:বান্দরবানের লামায় কোয়ান্টামের ৩০তম বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম শুক্রবার কোয়ান্টাম ফাউন্ডেশনের লামা সেন্টারে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির এই বর্ষবরণ অনুষ্ঠান।এতে সূর্যোদয়ের পর কোয়ান্টামমের প্রশান্তিময় পাহাড়ি পরিবেশে মেডিটেশন কেন্দ্র আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী,সকলকর্মী ও তাদের পরিবারবর্গ,স্থানীয় অধিবাসী ও দেশের নানা প্রান্ত থেকে আসা অতিথিসহ সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।এসময় তরুণদের প্রতি সমমর্মিতা প্রকাশের প্রত্যয় বাণী নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে বিশেষ অডিও আলোচনা ‘ইনশাল্লাহ! সব সম্ভব!’ ধ্বনিতে সমকণ্ঠে উচ্চারিত হয় অনুষ্ঠান জুড়ে।
কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার সৈয়দ আল আমিন জানান,১৯৯৩ সালের ১ জানুয়ারি শিথিলায়ন মেডিটেশনের ক্যাসেট অডিও উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল কোয়ান্টামের পথচলা। সুস্বাস্থ্য, প্রশান্তি ও সাফল্যের জন্যে ধ্যানচর্চা ও সৃষ্টির সেবায় অংশগ্রহণের প্রচেষ্টায় সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে শুভ উদ্যোগ নিয়েছিল কোয়ান্টাম, ২০২২ সালের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে তা রূপ নিয়েছে ৩০বছরের এক সুদীর্ঘ পথ চলার। প্রতি বছরের সূচনালগ্নে যৌথ মেডিটেশন আর নতুন বছরের প্রত্যয় নিয়ে কোয়ান্টাম পরিবারের সদস্যরা এ লক্ষ্যে সারাদেশ জুড়ে ফাউন্ডেশনের সেন্টার-শাখা-সেলগুলো বছরের প্রথম শুক্রবার আয়োজন করে বর্ষবরণ এই অনুষ্ঠান।
দিবসটি উপলক্ষে দেশি পিঠা-পুলি ও হরেক রকম দেশজ সামগ্রীর স্টল, ক্রীড়া প্রতিযোগিতা,গান-কবিতা-কৌতুেকর আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক
Ahsan Manzil Travel Guide 2025 । আহসান মঞ্জিলের ইতিহাস জানুন ভ্রমণ করুন
আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলী এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারীর...