শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। সোমবার (৫ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছেড়েছেন তিনি। সে সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বোন শেখ রেহানা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বিকেল ৫টা ৩৬ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ভারতের নয়াদিল্লির গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। বর্তমানে দিল্লিতেই রয়েছেন তিনি।
শেখ হাসিনা বর্তমানে যুক্তরাজ্যে আশ্রয় চাইছেন, তার সঙ্গে আছেন যুক্তরাজ্যের নাগরিক তার বোন রেহানা। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
তবে যতক্ষণ পর্যন্ত যুক্তরাজ্যের অনুমতি না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতেই থাকছেন শেখ হাসিনা। অস্থায়ী ভিত্তিতে তাকে ভারতে থাকার অনুমতি দিয়েছে দেহস্তির সরকার।
ডেইলি সানের বরাতে মঙ্গলবার (৬ আগস্ট) এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে,শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার বিষয়ে ভারত সরকার লজিস্টিক সহায়তা দেবে।
এদিকে, ভারতের সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, বর্তমানে ঢাকার পরিস্থিতির বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।