আফিফের ঘর আলো করে এল দুই সন্তান

বর্তমানে দলের বাইরে মারকুটে ব্যাটসম্যান আফিফ হোসেন। আপাতত জাতীয় দল নিয়ে ভক্তদের কোনো সুখবর দিতে না পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের দারুণ সুখবর দিয়েছেন।

এক পোস্টে তিনি জানিয়েছেন যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, আমরা দুটি সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’

সবশেষ দেশের হয়ে নিউজিল্যান্ড সিরিজে দেখা গিয়েছিল তাকে। আসন্ন বিপিএল দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া এই মিডল অর্ডার ব্যাটার।

Exit mobile version