আল্লামা ইলইয়াস আত্তার কাদেরীর একমাত্র খলিফার নেতৃত্বে ঢাকায় জূলুসে মিলাদ (র‌্যালী) — দা’ওয়াতে ইসলামী

অসংখ্য বিপদগামি মানুষকে সঠিক পথে নিয়ে এসেছে। তিনি সর্ব সাধারণকে দাওয়াতে ইসলামির ছায়াতলে আসার আহ্বান জানান।

আল্লামা ইলইয়াস আত্তার কাদেরীর একমাত্র খলিফার নেতৃত্বে ঢাকায় জূলুসেভিডিও ফুটেজ

 

 

প্রেস বিজ্ঞপ্তি তাং-০৮/১০/২০২২
—————–

মহানবীর আদর্শ অনুসরণ বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ

 

অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর নেতারা বলেছেন, কঠিন সঙ্কটময় মুহূর্তে প্রিয় নবী (ﷺ) পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতনের কবর রচনা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তারঁ মহান আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ বিশ্বে এত অশান্তি। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে। মহানবীর আদর্শ অনুসরণ বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির একমাত্র পথ পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উপলক্ষে রবিবার বাদ জোহর দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত জূলুসে মিলাদ শেষে আলোচনা ও মিলাদ মাহফিলে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।
এরআগে দাওয়াতে ইসলামীর মাদানি মারকায ফয়যানে মদীনা জনপথমোড় সায়দাবাদ থেকে শুরু করে রাজধানী সুপার মার্কেট হয়ে কালিমন্দির দিয়ে গুলিস্তান হয়ে জিরো পয়েন্ট হয়ে মুক্তাঙ্গনে সামনে দিয়ে সোজা গিয়ে কাকড়াইল মোড় দিয়ে শান্তি নগর হয়ে পুলিশ লাইন মেইন গেটের সামনে দিয়ে সোজা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এ জি বি কলোনি ঈদগাহ ময়দানে শেষ হয়। রাজধানীর রাজপথে নাতে রাসুল এর মধুর আওয়াজ এবং বর্ণিল আয়োজনে বিমোহিত হয়ে উঠে আশপাশের পরিবেশ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) তাৎপর্য তুলে ধরে বয়ান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা ইলইয়াস আত্তার কাদেরীর একমাত্র খলিফা মাওলানা উবাঈদ রেজা কাদেরী আত্তারী। তিনি বলেন, দাওয়াতে ইসলামী আজ সারা বিশ্বের ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদ এর বিরুদ্ধে জনমত তৈরি করছে। অসংখ্য বিপদগামি মানুষকে সঠিক পথে নিয়ে এসেছে। তিনি সর্ব সাধারণকে দাওয়াতে ইসলামির ছায়াতলে আসার আহ্বান জানান।
দাওয়াতে ইসলামীর বাংলাদেশ এর সভাপতি জনাব মুহাম্মদ মোবিন আত্তারির সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী, মুহাম্মদ মাহমুদুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী, মুহাম্মদ রিয়াজ আত্তারী, সৈয়দ মুহাম্মদ আলফে সানী আত্তারী, মুহাম্মদ নিজাম উদ্দিন কাদেরী প্রমুখ। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সু্খ শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদের মাধ্যমে মাওলানা উবাঈদ রেজা কাদেরী আত্তারী কর্মসুচী শেষ করেন।

Exit mobile version