ইউডা অডিটরিয়ামে “Selecting Appropriate Techniques for Analyzing Data:A Quantitative Approach ” শীর্ষক একটি সেমিনার আজ অনুষ্ঠিত হয়। সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন,কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির প্রফেসর এবং ইউনিভার্সিটি অফ বাহরাইনের ভিজিটিং প্রফেসর, প্রফেসর ড. আবু সুফিয়ান।
সেমিনারে প্রধান অথিতি ছিলেন,সোশ্যাল সাইন্স অনুষদের ডিন এবং ফরমার প্রো ভাইস-চান্সেলর প্রফেসর ড. আহমাদুল্লাহ মিয়া এবং গেস্ট অব অনার হিসাবে ছিলেন, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনারিং অনুষদের ডিন প্রফেসর ড. স্বপন কুমার দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাস্টার্স প্রোগ্রামের ডিরেক্টর এবং IQAC ফরমার ডিরেক্টর প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম।
প্রোগ্রাম পরিচালনা ও টেকনিকাল সেশন মডারেট করেন, ইউডার ম্যানেজমেন্ট ও এইচ.আর.এম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড.এ.এইচ.মুন্তাকিম। মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাহমুদুল কবির সন্ধি সহ অন্যান্য শিক্ষক ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।