এটাই কি একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষকের শিক্ষা..!!!

এদের শিক্ষায় শিক্ষিত হয়ে আবরারের খুনিদের মত ছাত্র হওয়া অস্বাভাবিক কিছু না।
ঢাবির কেন্দ্রীয় মসজিদ এরিয়া থেকে একজন মহিলাকে প্রাইভেট কারের নিচে পিষে টেনে নীলক্ষেত পর্যন্ত নিয়ে যাবে, এমন কথা শুনলে গা শিউরে ওঠে..!!!এই জঘন্য কাজটা ঘটিয়েছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।
প্রথমে ধাক্কা মেরে মোটরসাইকেল থেকে ঐ নারীকে ফেলে দিলেন। তারপর গাড়ির বাম্পারের সাথে আটকে যাওয়া ঐ নারীকে টেনে নিয়ে গেলেন নীলক্ষেত পর্যন্ত! রাস্তায় পড়ে থাকলো তার অঝোরে ঝরে যাওয়া রক্ত, নাড়িভুড়ি!
1 জন, গাড়ি এবং যে টেক্সটে 'জাতীয় বাণিজ্য রাজনীতি খেলা বিনোদন সারাবাংলা দৈনিক বাংলা জাতায় প্রাইভেটকার নারীকে টেনে নিয়ে গেল শাহবাগ থেকে নীলক্ষেত আস্র্জাতিক শিক্ষা-চাকরি গাড়ির নিচে আটকে পড়েন नाती (ভানে), তাকে নিয়েই গাড়ি চালাতে বায়ো) হবি:' লেখা আছে-এর একটি ছবি হতে পারে
Exit mobile version