এতিম শিশুকে ঘরে ঢুকে রশি দিয়ে বেঁধে ধর্ষণ মিরসরাইয়ে র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

প্রতিবেশী তরুণ মুরাদকে (১৯)

মিরসরাই প্রতিনিধি
এতিম শিশুকে ঘরে ঢুকে রশি দিয়ে বেঁধে ধর্ষণকারী র‌্যাবের
অভিযানে গ্রেফতার হয়েছে। নাম মুরাদ (১৯)। ১৩ বছর বয়সী ওই
শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী তরুণ মুরাদকে (১৯)
মিরসরাইয়ের আজমনগর এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে
গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী
ক্যাম্পের সদস্যরা। মুরাদ উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ
আজমনগর গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে। গ্রেফতারের পর মুরাদ
রশি দিয়ে বেঁধে ওই শিশুকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষণের শিকার ওই শিশুর বাবা-
মা মারা গেছেন। সে তার খালার সঙ্গে থাকত। গত ২ জানুয়ারি তার
খালা এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। সেই সুযোগে বাড়িতে
একা পেয়ে শিশুটিকে রশি দিয়ে বেঁধে ধর্ষণ করে মুরাদ। পরদিন খালা
বাড়িতে এলে শিশুটি হাউমাউ করে কেঁদে কেঁদে ঘটনা খালাকে
জানায়। সেদিনই মুরাদের বিরুদ্ধে শিশুটির খালা বাদী হয়ে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মুরাদকে আসামি করে জোরারগঞ্জ থানায়
একটি মামলা (নং-২) দায়ের করেন।
র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের
কোম্পানী কমান্ডার মাহফুজুর রহমান বলেন, ঘরে একা পেয়ে রশি দিয়ে
বেঁধে পিতা-মাতাহীন এতিম নাবালক শিশুকে ধর্ষণ মামলার আসামী
মুরাদ (১৯) কে আজমনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর
ধর্ষণক মুরাদকে জিজ্ঞাসাবাদে ওই শিশুকে ধর্ষণ করেছে বলে স্বীকার
করেছে। মুরাদকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version